Image description

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) সংসদীয় আসন পুনঃবহালের দাবিতে মহাসড়ক অবরোধ, হরতাল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। অবরোধের কারণে মহাসড়কের দুপাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহন শ্রমিক ও পথচারীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বেড়ার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক সবাই অংশ নেন।

তারা জানান, পাবনা-১ আসন আমাদের ঐতিহ্য ও অধিকার। অন্যায়ভাবে বেড়াকে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা পুনঃবহাল চাই।

আন্দোলনকারীরা ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট মানি না মানবো না’, ‘সাঁথিয়া-বেড়ার বৈষম্য মানি না, মানব না’—এমন স্লোগান দিতে থাকেন।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে সাঁথিয়া-বেড়া আসন থেকে জাতীয় সংসদে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এ আসন থেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেছেন। তাই এ আসন জনগণের গর্ব ও ঐতিহ্য। হঠাৎ করে সীমানা পরিবর্তন করে সাঁথিয়াকে একক আসন এবং বেড়াকে পাবনা-২-এ যুক্ত করা জনস্বার্থবিরোধী।

দুপুরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে এবং যাত্রীসাধারণের দুর্ভোগ বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়।

বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘সীমানা পুনঃবহালের দাবিতে জনগণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’