Image description

কৃষকের অধিকার প্রতিষ্ঠায় এবার পৃথক কৃষক উইং গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানীকে প্রধান সমন্বয়কারী করে প্রস্তুতি কমিটিও গঠন করেছে দলটি। শনিবার (৬ সেপ্টেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আজাদ খান মওলানা ভাসানীর ছোট ছেলে আবুবকর ভাসানীর সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে কৃষকদের দাবি-দাওয়া নিয়ে কাজ করেন।

প্রস্তুতি কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান। কমিটির অন্য সদস্যরা হলেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মহিদুল ইসলাম মাহি পলাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপমহাদেশের লড়াই-সংগ্রামের ইতিহাসে কৃষকের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু স্বাধীনতার এত বছর পরও তাদের ভাগ্য সেই তিমিরেই রয়ে গেছে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মনে করিয়ে দেয়, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের নীতিনির্ধারণে কৃষকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রাষ্ট্র সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণেও কৃষকের অংশগ্রহণ আজ সময়ের দাবি। এনসিপি বিশ্বাস করে, কৃষককে বাদ দিয়ে কোনো গণআকাঙ্ক্ষা পূর্ণতা পেতে পারে না। এ উপলব্ধি থেকেই জুলাই আত্মত্যাগের চেতনা ধারণ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘কৃষক উইং’ গঠন  করেছে। এই সংগঠন কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।

এতে আরও বলা হয়, এনসিপি কৃষক উইং স্বাধীন গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং প্রান্তিক কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে সমন্বয় করে সারাদেশে কৃষি ও কৃষক-সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করবে।