Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া উপহারের নতুন ঘর পেলেন নেত্রকোনার দুর্গাপুরের শুক্কুরী বেগম (৭০)। ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় তিনি এ ঘর পেলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ্, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, বিএনপি নেতা বজলুর রহমান, রেজাউল করিম, মো. শাহআলম, যুবদল নেতা খান আলী হোসেন, খান সুমন, আলিউল আজিমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীরা।

শুক্কুরী বেগম পৌরসভার খুজিউড়া খালপাড় এলাকার বাসিন্দা। অনেক আগে তার স্বামীর মৃত্যু হয়েছে। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তিনি একা হয়ে গেছেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন শুক্কুরী বেগম। ছোট একটি ঝুপড়ি ঘর ছাড়া মাথা গোঁজার ঠাঁই ছিল না তার। বৃষ্টি হলেই ঘরের মেঝে পানিতে ভেসে যায়। যার ফলে অন্যদের ঘরে আশ্রয় নিতে হতো তাকে।

 

শুক্কুরী বেগমের এ দুরবস্থা দেখে এগিয়ে আসেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। খোঁজখবর নিয়ে বিষয়টি তুলে ধরেন দুর্গাপুর-কলমাকান্দার বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কাছে। পরে ‍তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্কুরী বেগমকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেন

নতুন ঘর হাতে পেয়ে শুক্কুরী বেগম বলেনভাঙা একটি ঝুপড়ি ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহুদিন। ঝড়-বৃষ্টি হলেই অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো। কখনো ভাবিনি আমার একটি নিরাপদ ঘর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি

উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, ব্যারিস্টার কায়সার কামাল দরিদ্র মানুষকে সহায়তার জন্য যে উদ্যোগ নিয়ে থাকেন; তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এ এলাকার অসহায় মানুষের জন্য হেলথ ও চক্ষু ক্যাম্প, জটিল ও কঠিন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা করানোসহ নানা ধরনের মানাবিক কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন; কিন্তু তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তারেক রহমানের এ ধারাবাহিকতায় দুর্গাপুরের শুক্কুরী বেগমকে একটি ঘর হস্তান্তর করায় মানবিক সহায়তা হিসেবে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিক দায়বদ্ধতা থেকেই এ কাজগুলো করে যাচ্ছি। আমার এই প্রচেষ্টা ভবিষ্যতেও থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।