
বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বাতাসের মানের স্কোর ১৭২। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৭তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৬৬। তৃতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৫০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর এবং পঞ্চম স্থানে আছে চীনের বেইজিং, যার স্কোর ১৪৮।