Image description
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া। দেশীয় অস্ত্রের কোপে মামুনের মাথায় মারাত্মকভাবে জখম করা হয়েছে।

 

গত শনিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়। তার খুলি এখন ফ্রিজে সংরক্ষিত আছে।

এর পরই তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়–আহত মামুনের মাথার ব্যান্ডেজে লেখা, ‘হাড় নেই, চাপ দিবেন না’। তার খুলি না থাকায় মাথার নরম অংশে কোনো চাপ না পড়তে সতর্কতাবশত এটি লেখা হয়েছে বলে জানা গেছে।

বেসরকারি হাসপাতালে টানা চারদিন লাইফ সাপোর্ট এবং আইসিইউতে থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে সুস্থ হয়ে উঠলে দুই মাস পর মামুনের মাথার খুলি লাগানো হবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন। এ ছাড়া তার নাকে ও মুখে রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে যায়।

মামুনের বন্ধ রাসেল রানা বলেন, ওর অবস্থা বর্তমান উন্নতির দিকে যাচ্ছে। কেবিনের শিফট করা হয়েছে। ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। ওর মাথার হাড় ভেঙ্গে ভিতরে টুকরা টুকরো হয়ে গিয়েছিল। ভিতরে রক্ত জমাট বেঁধেছিল। এজন্য মাথার পেছনে ব্রেইনের অংশে অপারেশন করা হয়েছে।

তিনি বলেন, খুলি পুনরায় লাগাতে ডাক্তার সাধারণত দুই মাস সময় চেয়েছেন। পরিস্থিতি ভালো হলে এক মাসের মধ্যে লাগাতে পারে। যদি অবনতি হয় তাহলে আরো বেশি সময় লাগতে পারে। তবে বর্তমানে সে শঙ্কামুক্ত আছে।

এ বিষয়ে চবির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গত ৩১ আগস্ট প্রায় চার ঘণ্টা ধরে মামুনের অপারেশন করা হয়। অপারেশনে মামুনের মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। তার খুলি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার ফলে ব্রেইনের ভেতরে রক্তক্ষরণ হয়েছে।

তিনি বলেন, সে সুস্থ হলে দু’মাস পর তার খুলি লাগাতে হবে বলে বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন। তার অবস্থা এখন কিছুটা ভালো। সে এখন কেবিনে আছে।

পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন বলেন, মামুন মোটামুটি ভালো আছে। তার সেন্সও ফিরে আসছে। এখন কেবিনে তার চিকিৎসা চলছে। মাথার ব্রেনের অংশে অপারেশন করায় আপাতত খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় তার মাথায় হাড় নেই। এক-দুই মাস পর অথবা অবস্থা অনুযায়ী খুলি আবার লাগানো হবে।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।