
নির্বাচন কমিশনকে ঘিরে বর্তমানে আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তার মতে, কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা।
বৃহস্পতিবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ‘গণমাধ্যম নীতিমালা’ নিয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে, নির্বাচন কমিশনার তাহমিদা আহাম্মেদ বলেন, ‘গোপন কক্ষে নির্বাচন আয়োজন করে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। প্রকৃত স্বচ্ছতা নিশ্চিত করতে হলে তা খোলা মাঠেই করতে হবে।’