
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে। তিন বাম সংগঠন সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, যিনি বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য।
তবে শিশির মনির জামায়াতপন্থি হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কীভাবে লড়েন, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদুল ইসলামের এ প্রশ্নের জবাব দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। সোমবার (১ সেপ্টেম্বর) টেলিভিশনের টকশোতে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সে ছোটভাই মানুষ। হয়তো ভুল করে বলে ফেলেছে। আমি মাইন্ড করিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অন্য এক ব্রিফিংয়ে শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে আরও ১৭ টি মামলায় লড়ার কথা জানান।
শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আছি আমরা অনেক দিন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেকেন্ড অ্যাডমিশন টেস্ট, সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে প্রায় এখন পর্যন্ত ১৭টি মামলা আমরা পরিচালনা করেছি। যে বা যারা এমন (জামায়াতপন্থি) মন্তব্য করেছেন তারা হয়তো এ তথ্যগুলো জানেন না।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা আছেন ১২ জন। এর মধ্যে আমিও একজন। এসব বিষয়ে কথা বলা কিংবা উত্তর দেওয়া আমি মনে করে সময়ের অপচয়।