Image description

রাজধানীর খিলগাঁও এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে ট্রাফিক বিভাগের এক কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি উত্তর দিকের সিগন্যাল বন্ধ রাখলে একটি প্রাইভেটকার সেখানে আটকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির আরোহী ওই পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

বিকাল আনুমানিক ৩টার দিকে ওই ব্যক্তি আরও ১০–১২ জন লোক নিয়ে ৬–৭টি মোটরসাইকেলে করে সিগন্যালে ফিরে আসেন এবং ট্রাফিক পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরের সময় পাশে থাকা বিট কর্মকর্তা এগিয়ে এলে তাকেও মারধরের শিকার হতে হয়।

পরে বেতারযন্ত্রের মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মো. আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে। তবে বাকি হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা এবং প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতারকৃত আনোয়ারসহ আরও দুইজন নামীয় ও অজ্ঞাতনামা ১০–১২ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।