Image description

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ ইরান বন্ধ করে দেয়নি। তবে ওয়াশিংটনই বিতর্কিত ইস্যু সামনে এনে আলোচনার উদ্যোগ নেয় না।

লারিজানি এক এক্স পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধ নয়; কিন্তু মার্কিনিরা শুধু কথার কথা বলে, আলোচনার টেবিলে আসে না।

তিনি আরও উল্লেখ করেন, মার্কিনিরা ভুলভাবে ইরানকে দায়ী করছে আলোচনায় না বসার জন্য।

এ সময় এসএনএসসি সেক্রেটারি জোর দিয়ে বলেন, আমরা অবশ্যই যৌক্তিক আলোচনা চাই। তবে ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতার মতো অবাস্তব ইস্যু সামনে এনে তারা এমন এক পরিস্থিতি তৈরি করছে, যা আলোচনাকেই অকার্যকর করে দেয়।