
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে পারব না, কমানোর চেষ্টা করব।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রদূত নির্বাচনের অবস্থাটা বুঝতে এসেছেন। আগামী বছরের রমজানের আগে নির্বাচনটা করতে পারি। ইসিতে যোগদানের পর থেকে প্রস্তুতি শুরু করেছি। উপদেষ্টার চিঠিটা পাওয়ার পর প্রস্তুতি জোরদার হয়। নির্বাচন করার বিষয়ে ইসি প্রস্তুত না; এই ব্লেম নিতে চাই না। সরকার যখন চাইবেন, আমরা নির্বাচন করতে প্রস্তুত থাকব।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমার কাছে জানতে চান, মব সৃষ্টি নির্বাচনে প্রভাব ফেলবে কী না এ বিষয়ে আমি বলেছি, নির্বাচনের সময় এই মব জাস্টিস থাকবে না।
সিইসি বলেন, সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে চাই। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা সব গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা দিয়েছেন।
গোয়েন্দা সংস্থার যাদের সঙ্গে কথা বলি ওনারা আমাদের জানান, আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবেই সহযোগিতা করব। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করতে পারব না। তবে কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, দেশবাসী ও জনগণ সবাইকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব। শুনানিতে হাতাহাতি ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে দুপুর ২টায় বৈঠক শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।