
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যদি কেউ ভণ্ডুল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপি হেডকোয়ার্টার্সে ডাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয় সভায় তিনি এ কথা জানান।
সভায় ডিএমপি কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত। সরকারের সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং মতামত দেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপির উচ্চ পদস্থ কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সহযোগী রিটার্নিং অফিসার, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধি।