Image description
 

সর্বশক্তি দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কারো প্রভাব ছাড়াই নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তুতি বুঝতে এসেছিলেন। এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের কথা বলেছেন। আমরা প্রস্তুতি জোরদার করেছি, এটা ঠিক, তবে প্রস্তুতি আগেই শুরু করেছি।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। গোয়েন্দা সংস্থাসহ যাদের সঙ্গে কথা বলি তারা আমাদের জানান, আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই সহযোগিতা করব।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়েছে। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ তদন্ত করে যাকে দোষী ভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।