Image description

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, হামলা ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।  
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

জেলা প্রশাসন জানায়, সোমবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ফাহিম হাসান খানের নেতৃত্বে জেলা শহরের সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সড়কের পাশে অবৈধভাবে থাকা বিভিন্ন গাড়ি জব্দ করা হয়।  এ সময় গাড়ির মালিক ও চালকরা ক্ষুব্ধ হয়ে মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে দুপুর একটা দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম পাঠানো হয়েছিল। একপর্যায়ে  উভয়পক্ষের  আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।  
শীর্ষনিউজ