
লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর অবরোধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সেনারা। সোমবার (১ সেপ্টম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।
সোমবার সকালে ইয়েমেনি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, উত্তর লোহিত সাগরে ওই তেলবাহী জাহাজটিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ইসরায়েলের নৌ চলাচলের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা জোরদার করা।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “গাজার জনগণ এবং হামাস যোদ্ধাদের সমর্থনে, এবং গাজায় চলমান গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। যুদ্ধ বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ না উঠা পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।”
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সউদী আরবের বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাংকার বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনি বাহিনীর হামলার ঘোষণার পর এটি নিশ্চিত হয়। তথ্যসূত্র : মেহের নিউজ