Image description
 

বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতি সনির্বন্ধ আহ্বান জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। শনিবার নিজের ফেসবুকে তিনি এ আহ্বান জানান।

পিনাকী একটি ফটো কার্ড শেয়ার করেছেন। সেখানে লেখা আছে, ‘এক/এগারোর পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে প্রধান তিন দলকে একসাথে বসতে হবে।

 

জুলাই গণভবনের পর থেকে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনীতি ও সংবাদমাধ্যমে ফ্যাসিজমের পক্ষপাতলগ্নকারীদের ফিরে আসার বিরুদ্ধে গড়ে ওঠা গণপ্রতিরোধের ঘটনাসমূহ স্বতঃস্ফূর্ত, বিচ্ছিন্ন ও সময়হীন। একে সঠিক পথে পরিচালনা করতে সম্মিলিতভাবে বিএনপি, জামায়াত এবং এনসিপি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে এটা রাজনৈতিক দিক নির্দেশনাহীনভাবে বিভিন্ন ‘প্রেশার গ্রুপের’ রোমাঞ্চকর অভিযানে পরিণত হয়। ইন্ডিয়ানপন্থি সেনাপ্রধান জেনারেল ওয়াকার যাকে ‘মব’ বলে এর বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।

 

 

অধ্যাপক মু. ইউনুসের সরকারের রাজনীতির ‘র’ বর্ণটিও বুঝেন না বলে, গণভবনেরবিরোধী শক্তিসমূহ ক্রমশই সংগঠিত হচ্ছে এবং পল্টন বল প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। এই পটভূমিতে গতরাতে গণধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর যে নেক্কারজনক হামলা সংগঠিত হয়েছে, তার সবকিছু পর্যালোচনা করে সম্মিলিতভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান গ্রহণের জন্য আমি দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের কাছে সনির্বন্ধ আহ্বান জানাচ্ছি।’