Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করে আখতার আহমেদ বলেন, কর্মপরিকল্পনা যে কাজগুলো আছে তা একটার সঙ্গে আরেকটা যুক্ত। ইতোমধ্যে এর মধ্যে কিছু কিছু কাজ শুরু করা হয়েছে। এ কর্মপরিকল্পনা ২৪টি ভাগে ভাগ করা হয়েছে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফশিল ঘোষণা করা হবে। সব কাজই আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা ভোটসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি।

প্রবাসীরা এবারের নির্বাচনেই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলেও জানান ইসি সচিব।