Image description
 

বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে দরিদ্র, সম্পদ কম—এমন ভ্রান্ত ধারণা দিয়ে দীর্ঘ সময় ধরে শাসকগোষ্ঠী জনগণকে বোকার স্বর্গে বসবাস করিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

 

তিনি বলেন, আমাদের এই কথা বলে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ২৪০ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। আগেও টাকা পাচার হয়েছে, আর সরকার পরিবর্তন হলেই সেই থলের বিড়াল বের হয়ে আসে। কোটি কোটি টাকা পাচার করেছে শাসকরা। কেউ ফেরেস্তা না। আজ যারা দেশ গড়ার লেকচার দিচ্ছে, তারাই ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা পাচার করেছে। দুর্নীতির দায়ে তাদের জেলে যেতে হয়েছে। লজ্জাজনক—৫৪ বছরের ইতিহাসে এই দেশ সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছাতে পারেনি।

বুধবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ছাত্রশিবিরের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদের কল্যাণে কাজ করে ছাত্রশিবির। আমরা মনে করি, মানুষকে সম্পদ হিসেবে তৈরি করা গেলে একটি জাতিকে বোকা বানানো সম্ভব নয়। ছাত্রশিবির দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আজ এমন জায়গায় পৌঁছেছে যে, কেউ যদি আমাদের অধিকার হরণ করতে চায় তবে তাদের অবস্থা ফ্যাসিবাদের মতো হবে। ছাত্ররা এখন প্রতিবাদ করতে শিখেছে, বুক চিতিয়ে জীবন দিতে শিখেছে, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। আর তাদের সম্পদ লোপাট করা যাবে না।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় এবং জেলা সভাপতি শওকত আলীর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন।

 

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, উপজেলা অফিস সম্পাদক শফিকুল ইসলাম শিকদার এবং পৌরসভা আমির শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে ২০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ ৮০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথিরা সংবর্ধিতদের হাতে পুরস্কার তুলে দেন।