
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ লেখেন, ‘নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বিশেষত হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ ফুটে উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, অজ্ঞাত দুই থেকে তিনজন ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিলেন। ইতোমধ্যে হামলাকারীদের ছবি ও ভিডিও সামনে এসেছে।
যেহেতু স্পষ্ট ফুটেজ রয়েছে, এবং এলাকাটি সিসিটিভির আওতাধীন, কাজেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এবং পক্ষপাতদুষ্ট মনোভাবে শিক্ষার্থীদের মনে নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংশয় সৃষ্টি হবে।’