Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর মাংস সরবরাহ করবে’—এমন তথ্য ভিত্তিহীন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভ্রান্ত ও যাচাই না করা তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। জনগণকে এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত মাংস উৎপাদনের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, দারিদ্র্য নিরসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। প্রতি বছর প্রায় ১৫ লাখ প্রান্তিক ও ৬ লাখ মৌসুমি খামারি কোরবানির ঈদে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। দেশের চাহিদা দেশীয়ভাবে পূরণ সম্ভব হওয়ায় মাংস আমদানির প্রয়োজন নেই।

 

মন্ত্রণালয় জানায়, মাংস একটি অতি পচনশীল পণ্য এবং বাংলাদেশে এখনও আন্তর্জাতিক মানসম্পন্ন কোল্ড চেইন অবকাঠামো পুরোপুরি গড়ে ওঠেনি। বিদেশ থেকে মাংস আনলে গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে, যা জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খামারিদের দক্ষতা বৃদ্ধি, জাত উন্নয়ন, খাদ্য ব্যবস্থাপনা, টিকা সরবরাহ ও পশু চিকিৎসা সম্প্রসারণের মাধ্যমে দেশ এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ। সরকার রপ্তানিমুখী খাত গড়ে তুলতেও কাজ করছে। তাই বিদেশ থেকে মাংস আমদানির সিদ্ধান্ত বর্তমানে সরকারের পরিকল্পনায় নেই।