Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই ভোটার তালিকা উন্মুক্ত থাকবে।

এর আগে চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে (https://ducsu.du.ac.bd/) প্রকাশ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ ছিল, এই তালিকায় ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশ হওয়ায় বিশেষত পর্দানশীন নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে তারা প্রথমে উপাচার্যের কাছে চিঠি দেন। এরপরও কার্যকর পদক্ষেপ না আসায় ২৩ আগস্ট চিফ রিটার্নিং অফিসারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং ২৪ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটকারীদের মধ্যে রয়েছেন—সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান মন্ডল রিফাত। তাদের পক্ষে রিট দায়ের করেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

ডাকসু নির্বাচনে শিবিরপন্থী প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম ঝুমা বলেন, “পর্দানশীন নারী শিক্ষার্থীদের ছবি নিয়ে হয়রানির ঘটনা ঘটেছে। এটি শুধু নারীদের জন্য নয়, বরং সব লিঙ্গ ও ধর্মের শিক্ষার্থীর জন্যই উদ্বেগজনক। প্রশাসনের সাড়া না পেয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম, এরপরই প্রশাসন তালিকা প্রদর্শন বন্ধ করেছে।”

অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা বাংলাদেশের সংবিধানের ৩৯ ও ৪৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষার্থীরা দাবি তুলেছেন, ভবিষ্যতে সুরক্ষিত লগ-ইন ব্যবস্থার মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাই ব্যক্তিগত ভোটার/প্রার্থীর তথ্য দেখতে পারবেন। তবে চিফ রিটার্নিং অফিসারের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

 

বার্তাপ্রেরক হিসেবে বিজ্ঞপ্তিতে নাম উল্লেখ করা হয়েছে—সাখাওয়াত জাকারিয়া (আইন বিভাগ), রিফাত রিদওয়ান (অর্থনীতি বিভাগ), ফাতিমা তাসনিম ঝুমা (অপরাধ বিজ্ঞান বিভাগ) ও সাবিকুন্নাহার তামান্না (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)।