
সাভার পৌরসভায় একটি ফাইলকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভার মূল কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পৌরসভার কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহক হাকিম আলী সরদারের কাছ থেকে মালিকানা পরিবর্তন সংক্রান্ত একটি ফাইলের জন্য ৫ হাজার টাকা নেন। তবে রশিদ কাটা হয় মাত্র ১১৫০ টাকার। ফাইলটি দীর্ঘদিন ঝুলে থাকায় আজ দুপুরে অপর কর্মকর্তা নাজমুল বিষয়টি নিয়ে নজরুলকে প্রশ্ন করেন। এ সময় প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার সময় উপস্থিত পৌরসভার সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন বলেন, দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সামান্য হাতাহাতি হয়। মূলত একটি ফাইল নিয়েই বিষয়টি ঘটে। তবে ঘুষের টাকা বিষয়ক প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে নাজমুল বলেন, নজরুল গ্রাহকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে, কিন্তু ফাইলের কাজ করেনি। আমি বিষয়টি জানতে চাইলে সে আমাকে মারধর করে।
তবে নজরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি। কোনো মারামারি হয়নি।
এদিকে ঘটনাটি জানাজানি হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আবুবকর সরকার কালবেলাকে বলেন, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।