
তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে।
রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর তিনটায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।