Image description

কক্সবাজারের উখিয়া থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক অধিকার কর্মীর বিরুদ্ধে। ওই কর্মীর নাম জসিম ই জুমরাত। তিনি অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া পালংখালীর সহ সভাপতি পদে রয়েছেন। 

বুধবার (২০ আগস্ট) সকালে উখিয়া থানার মধ্যে এ ঘটনা ঘটে।

 
 

 

গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ওই অধিকার কর্মী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাকে চিনেন’ পরে পুলিশ সদস্যরা তাকে থানার ভেতর থেকে বের করে দেন। 

এরআগে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘চাকরিচ্যুত’ স্থানীয় শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। ঘটনাস্থল থেকে জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বেশ কয়েকজন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 
ঘটনার পর থেকে উখিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রাখেন আন্দোলনকারীরা।