
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে আজ। পরবর্তী শুনানি আগামীকাল বৃহস্পতিবার। আর কোনো তথ্য প্রমাণ ছাড়াই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেভাবে আসামিদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয়েছে তা উপমহাদেশে নজিরবিহীন বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান।
প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে চতুর্থ দিনের শুনানিতে তিনি এ দাবি করেন। আইনজীবী জানান, মুফতি হান্নানের স্বীকারোক্তি মূলক জবানবন্দী ছাড়া রাষ্ট্রপক্ষের কাছে আর কোনো প্রমাণ নেই। এবং ওই জবানবন্দি পরবর্তী সময়ে হান্নান অস্বীকার করেছিলেন।
আগামীকালও এ মামলাটি আপিল বিভাগের কার্যতালিকা এক নম্বরে থাকবে বলে জানান প্রধান বিচারপতি। ২০১৮ সালের ১০ অক্টোবর হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেয় বিচারিক আদালত।
ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ডের সাজা। গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গেল ১ ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।