
কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকরা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরুদ্ধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শিক্ষকরা মহাসড়কে বসে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ চালালে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। গুরুতর আহতদের মধ্যে একজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
আন্দোলনকারীদের অভিযোগ, তিন মাস আগে হঠাৎ করেই শতাধিক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে তারা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে আন্দোলনরত এক শিক্ষক বলেন, ‘আমরা বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েছি। কিন্তু শুধু আশ্বাস ছাড়া কিছুই পাইনি। পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। তাই আজ সড়কে নামতে বাধ্য হয়েছি।’
অপরদিকে, পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়েছেন। তবে কেউ নিহত হয়েছেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
এ ঘটনায় সাবেক সমন্বয়ক জিনিয়া ও শিক্ষক নেতা শামীমকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে এখনো আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেননি।