
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ মঙ্গলবার বিভিন্ন পদে আরও ৯৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে ডাকসুর বিভিন্ন পদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৬৫৮ জন। তবে হলপর্যায়ে আজ কতজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, সে বিষয়ে এখনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষদিন ছিল গতকাল সোমবার (১৮ আগস্ট)। তবে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানোর কথা জানান। সে হিসেবে আজ ছিল শেষ দিন।
তবে সময় বাড়ানো নিয়ে ক্যাম্পাসের ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে, একটি নির্দিষ্ট দলকে ‘বিশেষ সুবিধা’ দিতেই প্রশাসন সময় বাড়িয়েছে।
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এটা স্পষ্ট যে, ছাত্রদলের সুবিধার জন্য সময় একদিন বাড়ানো হয়েছে। কারণ, ছাত্রদল নেতারা বারবার বলছেন তাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় এটাই প্রতীয়মান হয় যে ছাত্রদলকে প্যানেল গুছানোর জন্যই মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই হঠাৎ একদিন সময় বাড়িয়ে দেওয়া চরম হতাশাজন, যেখানে অন্যান্য প্রার্থীরা ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়ে নীতি নির্ধারণসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে, গতকাল রাতে একটি জরুরি সংবাদ সম্মেলন থেকে একই আশঙ্কা প্রকাশ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
তফশিলের সময়সীমার বাইরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানোর জেরে তিনি বলেন, ডাকসু নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ডাকসু নির্বাচনকে বিলম্বিত করার অভিপ্রায় হিসেবে দেখছে।
একটি বিশেষ দলকে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হচ্ছে- এমন অভিযোগ অস্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও উপচে পড়া ভিড়ের কারণে আমরা তফশিলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করতে পারিনি। তফশিলে নির্ধারিত তারিখগুলোর মধ্যে গুরুতর কোনো পরিবর্তন না করে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের তারিখ শুধু একদিন বাড়িয়েছি আমরা, যেন নির্বাচন আরো অন্তর্ভুক্তিমূলক হয়।
এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ছাত্রদলের নেত্রীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি ।