
রাজধানীর বনানীতে ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামের যুবককে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি আবদুল মালেক মুন্না।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তার জবানবন্দি রেকর্ড করেন।
তিন দিনের রিমান্ড শেষে এদিন মুন্নাকে আদালতে হাজির করা হয়। তিনি দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মোক্তার হোসেন নিশ্চিত করেছেন এই তথ্য।
এর আগে ১৫ আগস্ট কুমিল্লা থেকে মুন্নাসহ দুইজনকে গ্রেফতার করে র্যাব। পরের দিন মু্ন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ তার রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়।
গত ১৪ আগস্ট ভোরে রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকনকে সঙ্গে নিয়ে বনানীর ওই সিসা লাউঞ্জে যান। ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না ও হামজা তার পথরোধ করেন। কথাকাটাকাটির এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেট থেকে চাকু বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করেন। এ সময় হামজা লাঠি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন।
এদিকে শুক্রবারই বনানী এলাকা থেকে মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭) নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও কুমিল্লার বরুড়া উপজেলা থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আব্দুল মালেক মুন্না (২৭) ও মাকসুদুর রহমান ওরফে হামজাকে (২৬) গ্রেফতার করে র্যাব।