Image description

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনির বিরুদ্ধে বরিশালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার।

মামলায় রনিকে প্রধান এবং একমাত্র নামধারী আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

এজাহারে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে মহিউদ্দিন রনির নেতৃত্বে শেবাচিম হাসপাতালে আন্দোলন চলছিল। এর ধারাবাহিকতায় রোববার দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা চিকিৎসক ডা. দিলীপ রায়ের ওপর হামলা চালান এবং বাদী বাহাদুর সিকদারকেও মারধর করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রনি লোহার পাইপ দিয়ে বাহাদুরের মাথায় আঘাত করেন, তবে সহকর্মীদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।

এ সময় আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে রোগীদের স্বজন ও আরও কয়েকজন কর্মচারী আহত হন বলে এজাহারে দাবি করা হয়েছে।

এর আগে ১৪ আগস্ট রাতে শেবাচিমের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন, যাতে মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফিসহ ৪২ জনকে অভিযুক্ত করা হয়। তবে সেই অভিযোগটি এখনও এজাহারভুক্ত হয়নি।

শীর্ষনিউজ