
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি'র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা সম্মেলনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত (বরিশাল বিভাগ) বরাবরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপি'র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপি'র ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত আহবায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।
এছাড়াও একই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নং যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার এর প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলা বিএনপি'র ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন একটি আহবায়ক কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, নেছারাবাদ উপজেলা বিএনপি'র কার্যক্রম গতিশীল করতে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হবে। নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য আশু ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আগামী দিনে দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ও জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, দলের মধ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে, সকল নেতাকর্মীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি শক্তিশালী কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।