
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ মনোনয়নপত্র সংগ্রহে এখন পর্যন্ত ডাকসুতে ৬১ জন প্রার্থী ও হল সংসদে ৯১ জন প্রার্থী— মোট ১৫২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ চলবে সোমবার পর্যন্ত।
গতকাল শনিবার ১৮ জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট পদে চারজন, সম্পাদক পদে তিনজন ও সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এখন পর্যন্ত গত পাঁচ দিনে মোট ৬১ জন ডাকসু
নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১৪ জন, জিএস একজন, এজিএস দুজন, সম্পাদক ২১ জন ও সদস্য পদে ২৩ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
এদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। সে বিষয়ে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এ বিষয়ে রবিবার আমাদের একটি মিটিং রয়েছে বিকেল ৫টায়। আমরা চাই না ভোটদানে কোনো রকমের সমস্যা তৈরি হোক।
এদিকে রবিবার ও সোমবার এই দুই দিনেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘আমাদের প্যানেল গঠন নিয়ে আলোচনা চলছে। রবিবার বা সোমবারের মধ্যে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করব।’