Image description

কুষ্টিয়ায় নাশকতার প্রস্তুতিকালে দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে শহরের মোল্লাতেঘরিয়া এলাকা থেকে তাদের থানায় নেয় পুলিশ।

 

আটকরা হলেন, শহরের কোটপাড়া এলাকার হারুন অর রশিদ ও মফিজুল হক সুজন।

 

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, রাতে মোল্লাতেঘরিয়া এলাকায় নাশকতার চেষ্টাকালে স্থানীয় জনতা এ দুজনকে আটক করে।

এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করে জনতা। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে আসে তাদের। তবে আটকদের দলীয় পদ পদবির ব্যাপারে তথ্য দিতে পারেননি ওসি।