
হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইছে। জেলার পাঁচটি আসনে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন তরুণ প্রার্থীরা। এই তরুণরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হলেও প্রচারণায় তাঁরা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। প্রচারণা যাতে মানুষের দুর্ভোগ ডেকে না আনে এবং সাধারণ ভোটাররা বীতশ্রদ্ধ না হয়, সে জন্য তাঁদের অনুসারীরা সতর্ক রয়েছেন।
সুনামগঞ্জ-১ : জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা ব্যারিস্টার হামিদুল হক লিটন (আফিন্দি লিটন) ও আলা উদ্দিন তালুকদার। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান।
সুনামগঞ্জ-২ : দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা যুক্তরাজ্যপ্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। জমিয়ত উলামায়ে ইসলামের নেতা মাওলানা ড. শুয়াইব আহমদ, এনসিপি নেতা অনিক রায় মনোনয়ন পেতে চান। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকট শিশির মনির। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন অ্যাডেভাকেট নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ-৩ : জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, এম এ সাত্তার, আশফাক শামী সক্রিয় অছেন। সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীও এখানে সক্রিয়। তিনি এর আগে জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন। এ কারণে জমিয়তে উলামায়ে ইসলাম তাঁকে বহিষ্কার করে। এখন মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসে যোগ দিয়েছেন তিনি। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, একই দলের নেতা সৈয়দ মাওলানা তামীম আহমদ ও মাওলানা হাম্মাদ সাদী মনোনয়ন পেতে চাইছেন। এখানে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। সবার পক্ষেই প্রচার চলছে।
সুনামগঞ্জ-৪ : সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত এবং সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক এবং যুক্তরাজ্য বিএনপির নেতা গোলাম রব্বানী সোহেল। ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনও মনোনয়ন পাওয়ার আশা করছেন। এখানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিনও প্রচারণায় আছেন।
সুনামগঞ্জ-৫ : ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে লড়তে চাইছেন মো. জাহাঙ্গীর আলম।