Image description
 Ali Ahmad Mabrur (আলী আহমেদ মাবরুর)

 
আমি যখন অনেক ছোট, প্রাইমারী সেকশনে পড়াশোনা করি, তখন থেকেই নিয়মিত আল্লামা সাঈদীর রহ. মাহফিলে যেতাম। তার বক্তব্য উপস্থাপনের একটা স্টাইল ছিল যা একান্তই তার নিজের এবং ভীষণ রকম ইউনিক। আমার মনে আছে, আল্লামা সাঈদী রহ. প্রতিটি মাহফিলে কথা শুরু করার পর আগে আল্লাহর শুকরিয়া আদায় পড়তেন। নবীজি সা. এর দুরুদ পাঠ করতেন। এরপর বক্তব্য শুরু করতেন।
 
তাঁর বলার ভাষা অনেকটা এমন ছিল, "এই বিশাল কুরআনের তাফসীর মাহফিলে আল্লাহ পাক আমাদের সমবেত হওয়ার তাওফিক দিয়েছেন এ জন্য সবাই বলুন ‘আলহামদুলিল্লাহ।’ পুরো ময়দান একসাথে বলে উঠতো, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলতেন, রাব্বানা লাকাল হামদ, হামদান কাছিরান তাইয়্যেবান মুবারাকান ফিহি। আমরা দর্শকেরাও উচ্চস্বরে তাই বলতাম।
 
এরপর তিনি বলতেন "ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিকা"। আমরাও তাই বলতাম। এই তাসবিহ’র মানে কি কিংবা এটি তিনি কোথায় পেলেন, হাদিসে আছে কিনা- এমন কিছুই তখন জানতাম না। বয়স কম ছিল, অজস্ত্র মাহফিলে এই তাসবিহটা আমি পড়েছি। ফলে, স্বাভাবিকভাবেই আমার পুরোপুরি মুখস্তও হয়ে গিয়েছিল।
 
কয়েক বছর পর যখন পরিনত বয়সে আসলাম, যখন হাদিস পাঠ করার সুযোগ হলো, তখন একটি বরকতময় হাদিস জানলাম। হাদিসটি সংকলিত হয়েছে ইবনে মাজাহতে। হাদিসটি এরকম।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, এক সাহাবি এই বাক্যটি উচ্চারণ করেন: "ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিকা"
অর্থাৎ: "হে আমার প্রভু! আপনার মহিমান্বিত চেহারা এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা শুধু আপনার জন্য।"
 
এই বাক্যটি শুনে ফেরেশতারা অবাক হয়ে যান এবং তারা আল্লাহর কাছে জানতে চান, কীভাবে এটি লিখবেন। আল্লাহ তাআলা তাদের বলেন, "যেভাবে আমার বান্দা বলেছে, ঠিক সেভাবেই লিখে রাখো। আমি আমার সাথে বান্দার সাক্ষাতের সময় তাকে সরাসরি এর পুরস্কার দেব।" সুবহানআল্লাহ।
 
এত ফজিলতপূর্ন হাদিসটি জানার পর আমি আমলটি করতে চাইলাম। দেখলাম, এই তাসবিহ আমার আগে থেকেই জানা এবং মুখস্ত। চিন্তা করলাম, কখন কোথায় মুখস্ত হলো? তখন আল্লামা সাঈদী রহ. এর কথা মনে পড়লো। আমি তার জন্য দুআ করলাম। আমি আজও যতবার এই তাসবিহটি পড়ি, ততবার তার কথা মনে পড়ে। আমি বিশ্বাস করি, আমার এই তাসবিহ পাঠের সওয়াব রাব্বি কারিম নিশ্চয়ই সাদকায়ে জারিয়া হিসেবে তার আমলনামায় যুক্ত করে দেবেন।
মূলত আল্লামা সাঈদী রহ. আমার মতো এরকম অনেককে আমল শিখিয়েছেন, তাসবিহ শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। তার তাফসীর মাহফিল নিছক বক্তব্য শোনার জায়গা ছিল না, বরং ছিল প্রশিক্ষনের আদর্শ স্থান। এরকম প্রশিক্ষন আমি এরপর আর কোথাও খুঁজে পাইনি। আল্লাহ তাআলা আমাদের আল্লামাকে শহীদ হিসেবে কবুল করুন। তার ৫ যুগের বেশি সময় ধরে করা দাওয়াতী কার্যক্রমকে কবুল করুন। তাকে জান্নাত নসীব করুন। আর আমাদের এই ভূখন্ডে এই মানের মুফাসসির আবারও পয়দা করে দিন। আমিন।