Image description

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন ‎‎অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে। আটক আনোয়ার হোসেন (৩০) দেহট্র এলাকার তসলেম উদ্দিনের ছেলে।

মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় আটক ছেলেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা যায়, আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত মাদকসেবন করেন এবং মা ও বউয়ের ওপর শারীরিক ও অমানুষিক নির্যাতন চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ আগস্ট) রাতেও মাদকসেবন করে বাসায় ফিরে মা ও বউয়ের ওপর শারীরিক নির্যাতন চালান এবং টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

একপর্যায়ে মা তার অত্যাচার সহ্য করতে না পেরে হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল কালবেলাকে বলেন, ‘আসামি আনোয়ার হোসেন তার মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেন মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।