
সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই মো. আকবর হোসেন ভূঁইয়ার জামিন স্থগিত হয়েছে মুক্তির মাত্র দুদিন পরই। তবে এর আগেই তিনি কারাগার থেকে বেরিয়ে যান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার ঝড় বইছে।
গত ৪ আগস্ট হাইকোর্ট আকবরের জামিন মঞ্জুর করে। ১০ আগস্ট সিলেট মহানগর জজ আদালতে বন্ড দাখিলের পর সেদিন সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান। ১১ আগস্ট জামিনের খবর প্রকাশ পেলে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। এরপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক হক সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করলে ১২ আগস্ট জামিন স্থগিত হয়।
বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, জামিন স্থগিতের আদেশের কপি এখনও হাতে পাননি। তবে আকবর ইতোমধ্যেই মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। অনেকেই আশঙ্কা করছেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। এজন্য আইনজীবীরা সীমান্ত ও বিমানবন্দরে রেড অ্যালার্ট জারির দাবি তুলেছেন।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। পরদিন তার মৃত্যু হয়। তদন্তে পুলিশি নির্যাতনের প্রমাণ মিললে এসআই আকবরসহ কয়েকজনকে সাময়িক বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের মে মাসে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে আকবরকে প্রধান আসামি করা হয়।