Image description
 

বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার মাদককারবারি মো. সোহানের (২৮) পাকস্থলী থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার পাকস্থলীতে আরও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট আছে বলে জানা গেছে।

 

বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করে।

 

বিকালে ওসি ডিবি ইকবাল বাহার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

 

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার মাদককারবারি সোহান বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের কক্সবাজার থেকে খাবারের সঙ্গে ইয়াবা ট্যাবলেটের পুটলি পাকস্থলীতে নেন। এরপর বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন।

 

বুধবার গোপনে খবর পাওয়া যায়, সোহান কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে বাসযোগে বগুড়ায় আসছেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সন্দেহজনকভাবে সোহানকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদের তিনি স্বীকার করেন, তার পেটের ভেতরে আটটি পুটলিতে ৫০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি কলাসহ ট্যাবলেটের পুটলিগুলো গিলে ফেলেন। পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেটের অস্তিত্ব মেলে।

 

পরবর্তীতে চিকিৎসকের সহায়তায় তার পাকস্থলী হতে তিনটি পুটলি বের করা হয়। এর মধ্যে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

বুধবার সন্ধ্যায় ওসি ডিবি ইকবাল বাহার জানান, আসামির পাকস্থলী হতে অবশিষ্ট ইয়াবা ট্যাবলেট বের করার চেষ্টাসহ অভিযান অব্যাহত রয়েছে।