
সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন করায় দেশব্যাপী চলছে সমালোচনা। এই সমালোচনায় এবার যোগ দিলেন সংবাদকর্মী নাজনীন মুন্নী।
অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে মুন্নী বলেন, ‘পাথরই রক্ষা করতে পারেন না। ভোট রক্ষা করবেন কেমন করে?’
মুন্নী তার পোস্টে লিখেছেন, আমি কখনো ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি।
পরিবেশ নিয়ে আজীবন কাজ করা উপদেষ্টা রিজওয়ানা হাসান কেবল পরিবেশ ই্যসুতে লড়ে সরকার পক্ষের শত্রু হয়েছেন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে বলেন, ‘পরিবেশ নিয়ে যার কাজ, যার মায়া তার টনক কেউ নাড়াতে পারেনি? কেমন করে সম্ভব? নাকি পরিবেশ নিয়ে লড়াইটা কেবল এনজিও কাজই ছিল? কেউ চাইলে কি সেন্ট মার্টিনের প্রবাল ১ বছরে ধরে নিয়ে যেতে পারবেন? যেতেই তো পারবেন না। সেটার বিষয়ে এত কঠোর সরকার সাদা পাথরে কেন এত উদাসীন?’
তিনি বলেন, ‘কোনো দলের জেলা কমিটির সভাপতি যদি সরকারে চেয়ে ক্ষমতাবান হোন এবং উপদেষ্টা সেটা আবার বলেন, লজ্জা আমাদেরই লাগে, উপদেষ্টা রিজওয়ানা হাসানের খারাপ লাগে কিনা আমার জানতে ইচ্ছা করে। নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই একই- অন্ধ, কালা, বধির, আপসকামী, দায়হীন..’