Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হল রাজনীতি বন্ধের দাবি জানানোর পর চার নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা ও হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নারী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন’ (এসিটি)।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় তারা অভিযোগ করে বলেন, ফেসবুকে নোংরামি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং নারীর রাজনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং নারী সমাজের জন্য বড় ধরনের হুমকি।

 

লিখিত বক্তব্যে আরবি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাহিয়া বিনতে মামুন জানান, ঢাবিতে হল রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলনে নামার পর উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানকে নানাভাবে অনলাইনে হেনস্তা করা হচ্ছে। তাদের ব্যক্তিগত প্রোফাইলে ও পোস্টের কমেন্টে শতাধিক কটূক্তি, জীবননাশের হুমকি এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ইনবক্সেও অশালীন বার্তা পাঠিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি করছে।

সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, ‘হিজাবফোবিয়া একটি ঘৃণিত অপরাধ। আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের অধিকার স্বীকার করি। সাইবার বুলিং, নারী নিপীড়ন এবং মতাদর্শভেদে নারীদের প্রতি অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা সোচ্চার।’

এ সময় সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।