
বাংলাদেশ প্রতিবছর বিশ্বের অন্যতম শীর্ষ হজযাত্রী প্রেরণকারী দেশ হলেও অব্যবস্থাপনা, দালালচক্র ও নানা অনিয়মে অনেক যাত্রীকে প্রতারণা ও হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা সমাধানে উন্নত হজ ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের হজ মেলা।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা সংবাদ সম্মেলনে জানান, মেলায় হাজীরা বিশেষ ছাড়ে পছন্দের এজেন্সির সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবেন, যাতে দালালচক্রের সম্পৃক্ততা এড়ানো যায়। তবে বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও বাড়ি ভাড়াসহ নতুন নিয়মের কারণে যাত্রীদের খরচ ও কষ্ট বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
হাব নেতারা জানান, ৩০ থেকে ৪৫ দিন বাধ্যতামূলক বিদেশি খাবার গ্রহণে বাংলাদেশের হজযাত্রীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন, তাই সৌদি আরবকে এই নিয়ম থেকে বাংলাদেশকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ডেডিকেটেড হজ ফ্লাইটের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের সমালোচনা করে তারা বিমান ভাড়া কমানোর দাবিও তোলেন।