Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তক (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো একটি যাত্রীভর্তি ইজিবাইক। ইজিবাইকটি মৌসুমি তেলের পাম্পের সামনে পৌঁছালে একই দিকে যাওয়া একটি ট্রাক ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে হাসপাতালে একজন মারার যান।