
ভারত যদি সিন্ধু নদীর পানি চুক্তি অব্যাহতভাবে বন্ধ করে রাখে, তাহলে যুদ্ধে যাওয়া ছাড়া পাকিস্তানের সামনে কোনো বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
সোমবার সিন্ধু সরকারের সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলাওয়াল। তিনি বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের কর্মকাণ্ড পাকিস্তানের মারাত্মক ক্ষতি করছে। এখন প্রয়োজন আমাদেরকে নরেন্দ্র মোদি এবং তাদের এসব আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে একত্রিত হওয়া।
এক পর্যায়ে তিনি বলেন, যদি সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত অব্যাহতভাবে চালিয়ে যায় ভারত, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ বিবেচনা ছাড়া কোনো বিকল্প থাকবে না।
তিনি আরও বলেন, ৬টি নদীকে ফেরত আনার জন্য আপনারা পাকিস্তানিরা যথেষ্ট শক্তিশালী। যদি ভারত এই উপায় চালিয়ে যেতেই থাকে তাহলে আমাদেরকে সব বিকল্প বিবেচনা ছাড়া দেশের স্বার্থ রক্ষায় আর কোনো উপায় থাকবে না। এর মধ্যে আছে সম্ভাব্য যুদ্ধ।
বিলাওয়াল বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি। অপারেশন সিঁদুরের মতো একটি হামলার কথা ভাবুন, তখন পাকিস্তানের সব প্রদেশের মানুষ লড়াই করার জন্য প্রস্তুত হলে, তাতে আপনারাই জয়ী হবেন। আমরা আসলে মাথা নত করি না।
এদিকে, অনলাইন এনডিটিভি বলছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে আসছে পাকিস্তান।
এর আগের দিন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের সতর্কতা দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধে যদি অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে ইসলামাবাদ বিশ্বের অর্ধেকটা নিয়ে ডুববে। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা হেরে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের বাকি অর্ধেক নিয়ে ডুবব। সিন্ধু নদীতে কোনো অবকাঠামো নির্মাণ করে ভারত যদি পানি প্রবাহকে বাধাগ্রস্ত করে তাহলে তা ধ্বংস করে দেয়ার হুমকি দেন জেনারেল মুনির।
তিনি দাবি করেন, সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তানে ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে। তার এ মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, তিনি এই মন্তব্য করেছেন বন্ধুপ্রতীম একটি তৃতীয় দেশের মাটিতে।
গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর কয়েক দশক ধরে বিদ্যমান সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। একই সঙ্গে তারা পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে। পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানকে পানি থেকে বঞ্চিত রাখছে ভারত।