Image description

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইউনূস তরুণদের শিক্ষা ও কর্মসংস্থনের সুয়োগ করে দেয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ। অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।