Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মেয়েদের চেয়ে ছেলে ভোটারের সংখ্যা ১ হাজার ৯০২ জন বেশি। সোমবার (১১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ছাত্রীদের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন রোকেয়া হলে– মোট ৫ হাজার ৬৭৬ জন। এরপরই রয়েছে কবি সুফিয়া কামাল হল; যেখানে ভোটার সংখ্যা ৪ হাজার ৪৩৪ জন। শামসুন নাহার হলে ভোটার সংখ্যা ৪ হাজার ৮৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন। সব মিলিয়ে ছাত্রী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০২ জনে, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫২ শতাংশ।   

অন্যদিকে, ছাত্রদের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে জগন্নাথ হলে- ২ হাজার ২২২ জন। এ ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬, কবি জসীম উদ্‌দীন হলে ভোটার সংখ্যা ১ হাজার ৩০৩, অমর একুশে হলে ১ হাজার ২৯৫, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮, বিজয় একাত্তর হলে ২ হাজার ৩৭, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজারে ৭৫১, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে রয়েছে ১ হাজার ৯৫৭, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪,  সূর্যসেন হলে ১ হাজার ৪৯৯, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ ও হাজী মুহম্মদ মুহসীন হলে রয়েছে ১ হাজার ৪০২ জন ভোটার। সব মিলিয়ে ছাত্র ভোটারের সংখ্যা ২০ হাজার ৮৭৩ জন, যা মোট ভোটারের ৫২ দশমিক ৪৮ শতাংশ।

সার্বিকভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯০২ জন (৪৭.৫২%) এবং ছাত্র ২০ হাজার ৮৭৩ জন (৫২.৪৮%)।