Image description

রাজধানীর লালবাগের চাদনীঘাট এলাকায় এক ভাড়াবাসে পানিতে ডুবে দেড় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে নবকুমার দত্ত রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশুটির নাম আয়মান। তার বাবা স্বপন মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা। পরিবারটি রাজধানীর চাদনীঘাটে ভাড়া থাকেন। পাঁচ সন্তানের মধ্যে আয়মান ছিল সবার ছোট।  

স্বপন মিয়া চকবাজারে মনোহর ব্যবসায়ী। তিনি জানান, সেদিন রাতে আয়মানের মা ব্যস্ত থাকায় তিনিই শিশুটির দেখাশোনা করছিলেন। কিছুক্ষণের জন্য শিশুটি তার নজর এড়িয়ে বাথরুমে চলে যায়। খেলাচ্ছলে বাথরুমের পানিভর্তি বালতিতে পড়ে যায় আয়মান। কয়েক মিনিট পর তাকে খুঁজে না পেয়ে বাবা বাথরুমে ঢুকতেই দেখেন, শিশুটি বালতিতে উল্টো হয়ে ডুবে আছে।  

তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো ময়নাতদন্ত চাওয়া হয়নি। পরে চকবাজার থানাকে বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষ লাশ সৎকারের অনুমতি দেয়।