Image description

১৫ আগস্টে শোক মিছিল আয়োজনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। আজ শনিবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে পিনাকী লেখেন, ‘১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না। ধানমণ্ডি ৩২ নাম্বার অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। মাইন্ড ইট। ঢাকা শহরকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানাইয়েন না। মেহেরবানি করে।’

তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন ধানমণ্ডি ৩২ নাম্বার ফ্যাসিবাদের তীর্থস্থান। ফ্যাসিবাদের তীর্থস্থানের যেকোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে। কোনো কন্সিকুয়েন্সের কথা চিন্তা না করেই। ইনকিলাব আভিতক জিন্দা হ্যায়।’

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে ‘৭১ মঞ্চ’ ব্যানারে কিছু ব্যক্তি ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করছে।