
সৌদি আরবের মক্কা-মদিনায় এবারের পবিত্র হজ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হাজী। হজ শেষে সরকার তাদের কাছে ফেরত দিয়েছে ৮ কোটি ২০ লাখ টাকা।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের বিশেষ নির্দেশনায় এবারের হজ কার্যক্রম রেকর্ড সাফল্য অর্জন করেছে। সময়মতো হজ ফি পরিশোধ, মক্কার নিকটবর্তী বাসা ভাড়া, কম খরচে যাত্রা এবং সৌদি আরবে চিকিৎসা সুবিধা নিশ্চিত করায় এ সাফল্য এসেছে।
চলতি ২০২৫ সনে হজ প্যাকেজের মূল্য আগের বছরের চেয়ে ৭৩ হাজার টাকা কমানো হয়। এ বছর চালু হয় তিনটি নতুন সেবা- প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড।
হজ ব্যবস্থাপনার বাইরে গত এক বছরে ধর্ম মন্ত্রণালয় প্রায় তিন হাজার মসজিদ, হাজারের বেশি মাদ্রাসা-এতিমখানা, শতাধিক হিন্দু মন্দির, প্যাগোডা ও চার্চ সংস্কার-উন্নয়নে কোটি কোটি টাকার সহায়তা দিয়েছে। দুস্থদের সহায়তায় ব্যয় হয়েছে ৪ কোটি ৪৩ লাখ টাকা, যাকাত ফান্ড থেকে বিতরণ করা হয়েছে প্রায় ১১ কোটি টাকা।
এছাড়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান ও সুদমুক্ত ঋণ, ধর্মীয় শিক্ষা প্রকল্প, হাওর অঞ্চলে সচেতনতা কার্যক্রম, ওয়াকফ সম্পত্তি উদ্ধার এবং লুম্বিনিতে বাংলাদেশ বৌদ্ধ মঠ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও হাতে নিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজনৈতিক চাপ না থাকায় এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এবার জনসেবা কার্যক্রমে গতি এসেছে। প্রধান উপদেষ্টা পরিষদের সভায় এ সাফল্যের জন্য ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়েছে।