Image description

যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে স্ত্রীর ঢেলে দেওয়া গরম পানিতে দগ্ধ হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কলোনী পাড়ায় এ ঘটনা ঘটে। দগ্ধ ওই ব্যক্তি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দগ্ধ ব্যক্তির নাম হাসানুল কবীর (৪৭)। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসীর সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে হাসানুল কবীরের স্ত্রী শামিমা খাতুন (৩৬) রান্নার জন্য গরম করা পানি স্বামীর গায়ে ঢেলে দেন। ঘটনার সময় তিনি ঘরের ভেতরে শুয়ে ছিলেন। গরম পানিতে তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

আহতের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, হাসানুল কবীরের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হলেও তার অবস্থা স্থিতিশীল।