Image description
 

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান তিনি।

এ সময়ি আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। 

সার্জারির পর তাকে সম্প্রতি হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।