Image description

ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি বুধবার বাড্ডায় আটকে দেয় পুলিশ। এরপর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা। এতে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরায় যানবাহন চলাচল ব্যাহত হয়। ‎‎ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে এ কর্মসূচি দিয়েছিল জাগপা।

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপার নেতাকর্মীরা। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা দিলে পুলিশ তাদের মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাগপার নেতাকর্মীরা।

সমাবেশ থেকে ভারত সরকারকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়। ঘণ্টাখানেক নেতাকর্মীরা সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে দিতে বললে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপার নেতাকর্মীরা।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবিতে সকালে সড়কে অবস্থান নেন জাগপার নেতাকর্মীরা। এ সময় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে বাধ্য হয়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।