
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রমোশনের জন্য নিপীড়কের ভূমিকায় ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোড় করে রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের প্রমোশনের জন্য নিপীড়কের ভূমিকায় ছিল। এখন আর সেই অবস্থায় নেই।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী কাল থেকেই নির্বাচনের পূর্ণ যাত্রা শুরু হচ্ছে। এবার প্রথমবারের মতো প্রসাীদের ভোট দেওয়া সুযোগ দেওয়া হচ্ছে। কেউ ভোট বঞ্চিত হবে না। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। নাগরিক অধিকারের মহা আনন্দে উদযাপন হবে। নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনের মাধ্যমে।